jump to navigation

সম্পূর্ণ ফ্রি নতুন ডাউনলোড ম্যানেজার EagleGet আমার বিবেচনায় IDM এর চেয়ে উন্নত August 22, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , , , , , ,
1 comment so far

ডাউনলোড ম্যানেজার নিয়ে টেনশনের দিন শেষ। সাধারণত আমরা অধিকাংশ ইউজারই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যবহার করে থাকি। কিন্তু এক মাস যেতে না যেতেই রেজিস্ট্রেশনের জন্য বন্ধ হয়ে যায় আইডিএম অথবা বিভিন্ন ভাইরাস যুক্ত অথবা মুক্ত ক্রেক ব্যবহার করে কিছুদিন চালানোর পর আবার ব্রাউজার আপডেট হলে IDM কাজ করে না। এ সমস্যা হতে মুক্তির জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি এবং রেজিস্ট্রেশনের ঝামেলামুক্ত নতুন ডাউনলোড ম্যানেজার EagleGet. EagleGet আমার বিবেচনায় IDM এর চেয়ে উন্নত ফিচারযুক্ত। EagleGet দ্বারা আপনি কষ্ট করে বিভিন্ন ভিডিও ডাউনলোডের লিংক খুঁজতে হবে না। ভিডিওটি প্লে করলে অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে আপনি আপনার ইচ্ছামত ডাউনলোড করতে পারবেন। অডিওর ক্ষেত্রেও একই কথা। তাছাড়া ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) এর গতানুগতিক সুবিধাদি তো আছেই। কষ্ট করে একটু চেক করে নিন। ডাউনলোড করুন এখান থেকে অথবা Eagle Get এর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে।

সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউব ভিডিও/অডিও ডাউনলোড করা July 31, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , , ,
3 comments

Youtbe

ইন্টারনেট ব্রাউজারদের অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে Youtube আর Youtube ব্রাউজারদের একটি বিশেষ চাহিদা হচ্ছে পছন্দের ভিডিওটি ডাউনলোড করা কিংবা পছন্দের মিউজিক ভিডিওর MP3 অডিও ডাউনলোড করা। এ কাজের জন্য আমার কাছে সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে “Easy You Tube Video Downloader” Add-ons টি ব্যবহার করা। “Easy You Tube Video Downloader” Add-ons টি মজিলা ফায়ারফক্সে যোগ করতে এখানে ক্লিক করুন Allow এ ক্লিক করুন। একটু অপেক্ষার পর install লেখা আসলে Install এ ক্লিক করুন এবং Installation Complete হলে ফায়ারফক্স Restart করুন। অথবা ফায়ারফক্সের Menu থেকে Tools > Add-ons > Get Add-ons এ ক্লিক করুন। এবার উপরে ডান কোণায় Search বক্সে Easy You Tube Video Downloader টাইপ করে সার্চ করুন। সার্চ রেজাল্ট থেকে Easy You Tube Video Downloader এর ডান পাশের Install বাটনের ক্লিক করে ডাউনলোড ও ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল কমপ্লিট হলে দেখবেন Restart Now লেখা রয়েছে। Restart Now তে ক্লিক করুন এতে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি রিস্টার্ট হবে। এবার Youtube ব্রাউজ করে পছন্দের ভিডিও প্লে করে খেয়াল করুন ভিডিওটির নিচে লেখা রয়েছে Download. Download বাটনে ক্লিক করে আপনি যে ফরমেটে যে সাইজে পছন্দের ভিডিওটি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ডাউনলোড শুরু হবে।ইউটিউব ভিডিও/অডিও ডাউনলোড করুন আর উপভোগ করুন। Youtbe