jump to navigation

Enter Our New Website November 6, 2016

Posted by Sunny IT in সাম্প্রতিক ঘটনা.
add a comment
Sunny IT

Click on the image above to enter Sunny IT

Save as পিডিএফ in Microsoft Office 2007 November 2, 2015

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , ,
add a comment

PDFসাধারণত মাইক্রোসফট অফিস 2007 এ কোন ফাইল পিডিএফ ফরমেটে সেভ করার অপশন নাই। তো আপনার অফিস 2007 এ পিডিএফ ফরমেটে ফাইল সেভ করতে মাইক্রোসফট কোম্পানীর একটি এ্যাড অন্স ইন্সটল করতে হবে। এ্যাড অন্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড শেষে ইন্সটল করুন। এবার আপনার মাইক্রোসফট ওয়ার্ড এর অফিস বাটন হতে Save As এ ক্লিক করে দেখুন PDF or XPS নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। তো পিডিএফ ফরমেটে সেভ করতে থাকুন এবার অফিসের সব ফাইল।
ঘুরে আসুন আমাদের নতুন ওয়েবসাইট www.sunnyitbd.com থেকে।

নিজের মোবাইল নম্বর জানতে….. June 20, 2015

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , , , , ,
2 comments

গ্রামীন ফোনঃ *2#
এয়ারটেলঃ *121*6*3#
রবিঃ *140*2*4#
বাংলালিংকঃ *511#
টেলিটকঃ *551#
সিটিসেলঃ Type MDN and send to 7678

এইচ.এস.সি রেজাল্ট ২০১৪ August 13, 2014

Posted by Sunny IT in সাম্প্রতিক ঘটনা.
Tags: , , , , ,
add a comment

অাগস্ট ১৩, ২০১৪ তারিখ ২:০০ ঘটিকায় এইচ.এস.সি ২০১৪ ফলাফল প্রকাশিত হবে। ফলাফল পেতে নিচের লিংকে ক্লিক করুন।
এইচ এস সি ফলাফল 2014 খুঁজুন

সম্পূর্ণ ফ্রি নতুন ডাউনলোড ম্যানেজার EagleGet আমার বিবেচনায় IDM এর চেয়ে উন্নত August 22, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , , , , , ,
1 comment so far

ডাউনলোড ম্যানেজার নিয়ে টেনশনের দিন শেষ। সাধারণত আমরা অধিকাংশ ইউজারই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যবহার করে থাকি। কিন্তু এক মাস যেতে না যেতেই রেজিস্ট্রেশনের জন্য বন্ধ হয়ে যায় আইডিএম অথবা বিভিন্ন ভাইরাস যুক্ত অথবা মুক্ত ক্রেক ব্যবহার করে কিছুদিন চালানোর পর আবার ব্রাউজার আপডেট হলে IDM কাজ করে না। এ সমস্যা হতে মুক্তির জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি এবং রেজিস্ট্রেশনের ঝামেলামুক্ত নতুন ডাউনলোড ম্যানেজার EagleGet. EagleGet আমার বিবেচনায় IDM এর চেয়ে উন্নত ফিচারযুক্ত। EagleGet দ্বারা আপনি কষ্ট করে বিভিন্ন ভিডিও ডাউনলোডের লিংক খুঁজতে হবে না। ভিডিওটি প্লে করলে অটোমেটিক ডাউনলোড অপশন চলে আসবে আপনি আপনার ইচ্ছামত ডাউনলোড করতে পারবেন। অডিওর ক্ষেত্রেও একই কথা। তাছাড়া ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) এর গতানুগতিক সুবিধাদি তো আছেই। কষ্ট করে একটু চেক করে নিন। ডাউনলোড করুন এখান থেকে অথবা Eagle Get এর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে।

ফ্রি এসএমএস করুন পৃথিবীর যে কোন দেশে (রেজিস্ট্রেশন ছাড়া) August 1, 2013

Posted by Sunny IT in ওয়েব রিভিউ.
Tags: , , , , , , ,
1 comment so far

কোন প্রকার রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই ফ্রি এসএমএস করুন পৃথিবীর যে কোন দেশে। ফ্রি এসএমএস করতে প্রথমে এখানে ক্লিক করুন। এরপর আপনার মহাদেশ সিলেক্ট করুন। যেমন বাংলাদেশের জন্য এশিয়া। এরপর আপনার দেশ সিলেক্ট করুন। Mobile Number ঘরে আপনি যে নাম্বারে এসএমএস পাঠাতে চান 0 ছাড়া সে নাম্বারটি টাইপ করুন। Message ঘরে আপনার কাঙ্খিত মেসেজটি টাইপ করুন। Sender ID ঘরে কান্ট্রি কোডসহ (880**********) আপনার নিজের নাম্বারটি টাইপ করুন। Verification Code ঘরে পাশের ইংরেজি বর্ণগুলো টাইপ করে Send Button এ ক্লিক করুন। ব্যস……….. SENT.

সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউব ভিডিও/অডিও ডাউনলোড করা July 31, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , , ,
3 comments

Youtbe

ইন্টারনেট ব্রাউজারদের অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হচ্ছে Youtube আর Youtube ব্রাউজারদের একটি বিশেষ চাহিদা হচ্ছে পছন্দের ভিডিওটি ডাউনলোড করা কিংবা পছন্দের মিউজিক ভিডিওর MP3 অডিও ডাউনলোড করা। এ কাজের জন্য আমার কাছে সবচেয়ে সহজ ও কার্যকরী পদ্ধতি হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারে “Easy You Tube Video Downloader” Add-ons টি ব্যবহার করা। “Easy You Tube Video Downloader” Add-ons টি মজিলা ফায়ারফক্সে যোগ করতে এখানে ক্লিক করুন Allow এ ক্লিক করুন। একটু অপেক্ষার পর install লেখা আসলে Install এ ক্লিক করুন এবং Installation Complete হলে ফায়ারফক্স Restart করুন। অথবা ফায়ারফক্সের Menu থেকে Tools > Add-ons > Get Add-ons এ ক্লিক করুন। এবার উপরে ডান কোণায় Search বক্সে Easy You Tube Video Downloader টাইপ করে সার্চ করুন। সার্চ রেজাল্ট থেকে Easy You Tube Video Downloader এর ডান পাশের Install বাটনের ক্লিক করে ডাউনলোড ও ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইন্সটল কমপ্লিট হলে দেখবেন Restart Now লেখা রয়েছে। Restart Now তে ক্লিক করুন এতে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি রিস্টার্ট হবে। এবার Youtube ব্রাউজ করে পছন্দের ভিডিও প্লে করে খেয়াল করুন ভিডিওটির নিচে লেখা রয়েছে Download. Download বাটনে ক্লিক করে আপনি যে ফরমেটে যে সাইজে পছন্দের ভিডিওটি ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ডাউনলোড শুরু হবে।ইউটিউব ভিডিও/অডিও ডাউনলোড করুন আর উপভোগ করুন। Youtbe

পেনড্রাইভ/মেমোরি কার্ডের লুকানো ডাটা উদ্ধার July 28, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , , , ,
2 comments

কম্পিউটার কিংবা মোবাইল ফোন ব্যবহারকারীর জন্য পেনড্রাইভ বা মেমোরিকার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। অনেক গুরুত্বপূর্ণ ফাইল এখন মানুষ পেনড্রাইভ বা মেমোরিকার্ডে সংরক্ষণ করে যাতে যত্রতত্র তা ব্যবহার করতে পারে। আর যত্রতত্র ব্যবহার করার ফলেই ঘটে ভাইরাস জনিত বিপত্তি। এই বিপত্তির মধ্যে অত্যন্ত সাধারণ একটি বিপত্তি হচ্ছে পেনড্রাইভ/মেমোরিকার্ডের ডাটা হিডেন হয়ে যাওয়া। পেনড্রাইভ/মেমোরিকার্ডে ইউজড স্পেস ঠিকই দেখাচ্ছে কিন্তু কোন ডাটা (ফাইল/ফোল্ডার) দেখাচ্ছে না। অর্থাৎ ডাটা হিডেন হয়ে গিয়েছে। এমতাবস্থায় আপনি নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে পেনড্রাইভ/মেমোরিকার্ডের লুকানো ডাটা উদ্ধার/আনহাইড করতে পারেন।

প্রথমে খেয়াল করুন আপনার পেনড্রাইভ/মেমোরিকার্ডটির ড্রাইভ লেটার কি? মানে সেটা d:/e:/f:/g: ইত্যাদি কোন ড্রাইভ। ধরে নিলাম আপনার পেনড্রাইভ/মেমোরিকার্ডের ড্রাইভ লেটার g:

এবার Start Menu থেকে Run এ যান অথবা কিবোর্ড থেকে Ctrl+R চাপুন। Open বক্স-এ লিখুন cmd তারপর Enter চাপুন। এবার g: লিখে Enter চাপুন। এরপর লিখুন ‍attrib –s –h –r /s /d লিখুন। পুরো লাইনটা হবে এরকমঃ (g:\>attrib –s –h –r /s /d) আবার Enter চাপুন। এরপর My Computer থেকে আপনার পেনড্রাইভ/মেমোরিকার্ড ওপেন করে দেখুন আপনার সব ডাটা দেখা যাচ্ছে। কোন সমস্যা হলে কমেন্ট করুন।

মাইক্রোসফট ওয়ার্ডে ভগ্নাংশ লেখা July 27, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , ,
5 comments

কম্পিউটারে ভগ্নাংশ লেখতে গেলে অনেক নতুন ইউজারই ভয় পেয়ে যান। কিন্ত মাইক্রোসফট ওয়ার্ডের Equation ব্যবহারে করে আমরা খুব সহজেই ভগ্নাংশ লেখতে পারি। তো আসুন যারা কম্পিউটারে ভগ্নাংশ লেখতে পারেন না তারা শুরু করি।

প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন। > মেনুবার হতে Insert এ যান > এরপর Object এ যান (অফিস 2007 এ Insert > Text পেন থেকে Object) Object Type List থেকে >

Eq_Object(অফিস 2007 এর ক্ষেত্রে)

Eq_Object-TypeMicrosoft Equation3.0 সিলেক্ট করে OK চাপুন। এবার যে নতুন টুলবারটি এসেছে তার বামপাশের নিচের সারির দ্বিতীয় অপশনে ক্লিক করে সাবমেনুর প্রথম অপশনের ক্লিক করুন।

Eqএবার আপনার কাঙ্খিত ভগ্নাংশটি লিখে মাউস দিয়ে পেজের ফাঁকা স্থানে ক্লিক করুন। আশা করি  আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ভগ্নাংশ লেখতে সক্ষম হয়েছেন।শুধু ভগ্নাংশই না দেখতেই পাচ্ছেন Equation এর বিভিন্ন টুল ব্যবহার করে আপনি গাণিতিক অনেক জটিল বিষয় লেখতে সক্ষম হবেন।

সমস্যাঃ হতে পারে আপনি Object Type List থেকে > Microsoft Equation3.0 অপশনটি খুঁজে পাচ্ছেন না।টেনশন নাই। তার সমাধান দিচ্ছি। দেখুন আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কোন ভার্সনটি ইনস্টল করা রয়েছে। অর্থাৎ অফিস এক্সপি/2003/2007/2010 ইত্যাদি। ধরে নিলাম আপনার কম্পিউটারে অফিস 2007 ইনস্টল করা রয়েছে। তো আপনার কম্পিউটারে অফিস 2007 এর সফটওয়্যার লাগবে। দেখুন আপনার ব্যাকআপে মাইক্রোসফট অফিস 2007 সফটওয়্যারটি রয়েছে কিনা। যদি না থাকে তাহলে যে কোনভাবে তা কালেক্ট করুন (চুরি করতে বলিনি কিন্তু- হাঃ হাঃ…)। এবার মাইক্রোসফট অফিস 2007 ফোল্ডারের ভিতরে Setup ফাইলটি ডাবল ক্লিক করে রান করান।

 Off_2007_adrmv

যে উইন্ডোটি আসবে তা থেকে Add or Remove Features সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।

 Off_eq_setup

নতুন যে উইন্ডোটি এসেছে তার একেবারে নিচের দিকে দেখুন Office Tools আছে। +চিহ্নতে ক্লিক করে এক্সপান্ড করুন। দেখুন Equation Editor এর বামপাশে  ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস চিহ্নের উপর ক্লিক করে Run From My Computer এর ক্লিক করে Continue তে ক্লিক করুন। একটি প্রোগ্রেস বার আসবে, প্রোগ্রেস বার কমপ্লিট হলে Close এ ক্লিক করুন। ব্যস ফিনিশ, এবার উপরে উল্লেখিত নিয়মে ভগ্নাংশ লিখুন। কোন সমস্যা হলে কমেন্টে লিখুন।

সিডি/ডিভিডি রমের ট্রে খুলতে সমস্যা? July 26, 2013

Posted by Sunny IT in টিপস্.
Tags: , , , , , , , , ,
add a comment

বর্তমানে কম্পিউটারের সিডি/ডিভিডি রম এর ট্রে না খোনা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। খুব কম লোকই পাওয়া যাবে যিনি কম্পিউটার চালান অথচ এই সমস্যায় পরেননি। নতুন পুরাতন অনেক সিডি/ডিভিডি রমের ট্র্রে-ই এখন খুলতে গেলে আটকে থাকে।

সিডি/ডিভিডি রমের ট্রে খুলতে সিডি/ডিভিডি রমের ট্রে এর পাশে যে ছোট একটি ছিদ্র রয়েছে। এর সাহায্যে আপনি ট্রেটি অত্যন্ত সহজেই খুলে ফেলতে পারেন। ট্রে খুলতে একটি চিকন শক্ত পিন নিন, খেয়াল রাখবেন সেটা যেন সুই বা আলপিন না হয়। কারণ সুই বা আলপিনের মাথা ধারালো হওয়ার কারণে সিডি/ডিভিডি রমের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সিডি/ডিভিডি রমের ইজেক্ট বাটন চেপে উল্লেখিত ছিদ্রটিতে চিকন শক্ত পিন/তার ঢুকিয়ে আস্তে চাপ দিন। আশা করি আপনার সিডি/ডিভিডি রমের ট্রেটা খুলে যাবে। একবারে না পারলে কয়েকবার চেষ্টা করুন। ইজেক্ট বাটন চেপে সাথে সাথে পিন দিয়ে আস্তে চাপ দিবেন। তবে ইজেক্ট বাটন না চেপেও আপনি জোরে চাপ দিয়ে ট্রে খুলতে পারবেন। তাতে ট্রেটা একটু বাইরে বেরিয়ে আসলে হাত দিয়ে ধরে টেনে বের করুন। জোর খাটানোর এই কাজটা না করাই ভাল।CD_DVD-Hole